চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে জেলের জালে মিলল নিখোঁজ শ্রমিক জিসানের লাশ

কর্ণফুলীতে জেলের জালে মিলল নিখোঁজ শ্রমিক জিসানের লাশ

 কর্ণফুলী সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

নিখোঁজের তিনদিন পর কর্ণফুলী নদীতে জেলের জালে মিলল জাহাজ থেকে পড়ে নিখোঁজ রিয়াদুল হক জিসানের (১৫) লাশ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ডাঙার চর ৯ নম্বর ঘাট এলাকায় নদীতে জেলের জালে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে সদরঘাট নৌ থানা পুলিশ উদ্ধার করেন এবং জিসানের পরিবার লাশের পরিচয় শনাক্ত করেন।

উল্লেখ্য, গত রোববার বিকেল চারটার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ইছানগর সী রিসোর্স জেটিঘাট সংলগ্ন নদীতে জাহাজ থেকে সাম্পানে করে মাছ খালাস করার সময় জিসান ও সাদ্দাম নামের দুই শ্রমিক মই থেকে অসাবধানতাবশত পিছলে নদীতে পড়ে যায়। সাদ্দামকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও জিসান স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায়।

নিখোঁজ শ্রমিক জিসান হলেন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মেডিকেল রোড এলাকার দারোগা বাড়ির বাসিন্দা মুহাম্মদ হেলালের পুত্র।

বিষটি নিশ্চিত করে চরপারঘাটা ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মাহমুদুল হক সুমন দৈনিক পূর্বকোণকে জানান, জাহাজ থেকে মাছ খালাসের সময় নিখোঁজ শ্রমিক জিসানের লাশ জেলের জালে আটকে থাকার খবর পেয়ে সদরঘাট নৌ থানা পুলিশসহ আমরা গিয়ে উদ্ধার করি। আইনিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য লাশ থানায় এনেছে পুলিশ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট