
ঢাকায় ট্রেন দুর্ঘটনায় পারটেক্স গ্রুপের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাঁশখালী উপজেলার কালীপুরের খোরশেদুল আলম চৌধুরীর ( ৬২) মৃত্যু হয়েছে। তিনি কালীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লোকমানুল হক চৌধুরীর ছেলে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ বাসা থেকে হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেলক্রসিংয়ে রাস্তা পারাপারে এ দুর্ঘটনা ঘটে।
কালীপুর ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন ঝিনুক বলেন, চাকুরীর সুবাদে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। চিকিৎসার উদ্দেশ্যে মগবাজার কমিউনিটি হাসপাতালে যাওয়ার পথে ওয়্যারলেস গেট ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়। তার দুই ছেলে ও দুই মেয়ে মগবাজার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন।
পরিবার সূত্রে জানা যায়, তাকে নিজ গ্রাম কালীপুরে সামাজিক ও পারিবারিকভাবে পিতা-মাতার কবরের পাশে দাফন করার কথা রয়েছে।
পূর্বকোণ/পারভেজ