
চট্টগ্রামের ফটিকছড়িতে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও মূল্য প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিবিরহাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
সুত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় মেসার্স এম এন আর এন্টারপ্রাইজকে ৩০ হাজার, মেসার্স আবসার এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজকে ২০ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সারোয়ার স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ