চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম নগরীর রাঙ্গুনিয়া থেকে অস্ত্রসহ শওকত আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪।

চট্টগ্রামে অস্ত্র হাতে ছবি ভাইরাল, সেই শওকতকে ধরল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২৬ | ৪:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শওকত আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪।

 

বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শওকত আলী ওই এলাকার গুল বক্সের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড আর্মি ক্যাম্পের মেজর তানভীর। তিনি জানান, ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করে আসছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ তার ছবি ভাইরাল হলে বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট