চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

আনোয়ারায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

আনোয়ারায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

আনোয়ারা সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৬ | ১১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাউছিয়া তৈয়্যবিয়া নঈমীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন প্রবাসী কোরবান আলী।

অনুষ্ঠানে আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরিদ উদ্দীন খান মিল্টন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী ও আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দীনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। দোয়া মাহফিল শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট