
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের টমটম চালক সৈয়দ মিয়া হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে আরফাত ও মো. ইসমাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাড়ির আইসি খোকন কান্তি রুদ্র।
তদন্ত ও আসামিদের জবানবন্দি থেকে জানা গেছে, ইয়াবার লেনদেন নিয়ে বিরোধের জেরে গত ৫ ডিসেম্বর রাতে নিশান, আরফাত ও ইসমাইলসহ কয়েকজন মিলে সৈয়দ মিয়াকে অপহরণ করে পালংখালীতে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহটি হোয়াইক্যংয়ের চাকমারকুল খালের পাড়ে মাটিচাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনার রহস্য উদঘাটন হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্বকোণ/পারভেজ