চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ, অধিকতর তদন্তে সংবাদ সম্মেলন

সাতকানিয়ায় মিথ্যা মামলার অভিযোগ, অধিকতর তদন্ত দাবিতে সংবাদ সম্মেলন

সাতকানিয়া সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৬ | ১১:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যক্তিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারের প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইফতেখারের পরিবার। এ সময় মামলাটির অধিকতর তদন্তের দাবি জানান ভুক্তভোগীর বোন ইফনাত সোলতানা আলিয়া।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে ইফনাত সোলতানা বলেন, একটি মহল সাতকানিয়া থানা প্রশাসনকে আমার ভাইয়ের বিষয়ে মিথ্যা ও বানোয়াট তথ্যে সরবরাহ করে। মহলটি সাতকানিয়া থানাকে ভুল তথ্য দিয়ে এই কাজটি করিয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। ফলে আমাদের পরিবারের একজন নিরপরাধ সদস্য ‘ইফতেখার’ সাতকানিয়া থানার একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে অবস্থান করছে। যার মামলা নং ৩(১) ২৬।

গত ৪ জানুয়ারি গ্রেপ্তারের আগ পর্যন্ত আমার ভাইয়ের বিরুদ্ধে কোন মামলা ছিল না, লিখিত বক্তব্য বলেন ইফনাত।

গ্রেপ্তারের ঘটনা বর্ণনা করতে গিয়ে ভুক্তভোগীর বোন বলেন, ৪ জানুয়ারি রাত ২ টার পরে সাতকানিয়া থানার পুলিশের একটি দল আমাদের বাড়িতে আসেন। পুলিশ পরিচয়ে ঘুমন্ত ইফতেখারের নাম ধরে দরজা খুলতে বলেন। তখন আইনের কাজে সহযোগিতা করতে ইফতেখার নিজেই ঘরের দরজা খুলে দেন। পুলিশ সম্পূর্ণ বাড়ি তল্লাশি করেও অস্ত্র দূরের কথা একটি লাঠি উদ্ধার করতে পারেনি। কিন্তু বাড়ি থেকে প্রায় ১২ গজ দূরে ছাগলের খোঁয়াড় থেকে অস্ত্র উদ্ধার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে তিনি বলেন, আমরা পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনার অধিকতর তদন্তের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, অস্ত্রসহ ‘ইফতেখার’কে গ্রেপ্তার করা হয়েছে। যদি পরিবার ঘটনাটি মিথ্যা দাবি করে তাহলে বিষয়টি অধিকতর তদন্ত করা হবে।

প্রসঙ্গত,গত ৪ জানুয়ারি বিকেলে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি), তিন রাউন্ড গুলি ও একটি রামদাসহ মোহাম্মদ ইফতেকার(২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট