
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মঙ্গলবার রাত শোয়া ৯ টায় কাপ্তাই সড়কে বাস -বাইক মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান আরমান (১৮) নামে বাইক চালক নিহত ও অপর আরোহী আহত হয়েছেন। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার উদ্দেশ্যে কাপ্তাই হতে ছেড়ে আসা দ্রুতগামী শ্যামলী বাসটি চন্দ্রঘোনা কদমতলী চারা বটতল তক্তার পুল এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটর বাইককে ধাক্কা দিলে বাইক চালক হাফেজ আবু সুফিয়ান আরমান ঘটনাস্থলে নিহত হন। আহত আরোহী আকিব হোসেন (১৬)কে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত আরমান উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল ৭নং ওয়ার্ডের মো. কামাল উদ্দিনের ছেলে। আহত আকিব একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকার ওসমান গনীর ছেলে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জসিম উদ্দিন দৈনিক পূর্বকোণকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিরাপদে লাশ উদ্ধার করি ও আহতকে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি।
এদিকে দুর্ঘটনায় খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। বাইক ও বাস থানা হেফাজতে নিয়ে আসা হয়।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরমান হোসেন বলেন, বাইক- বাস দুর্ঘটনায় নিহত লাশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। বাইক – বাস থানায় রাখা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ