চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

স্বামীর সাথে অভিমানের জেরে গৃহবধূর আত্মহত্যা চন্দনাইশে

স্বামীর সাথে অভিমানের জেরে গৃহবধূর আত্মহত্যা চন্দনাইশে

চন্দনাইশ সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী এলাকায় তাসমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি চাগাচর চৌধুরী পাড়ার মো. সিরাজুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার (৬ জানুয়ারি)সকালে বাবার বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তিনি ঘরের বিমের সাথে দড়ি দিয়ে ফাঁস দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের ৬ মাস অতিবাহিত হলেও তাকে শ্বশুরবাড়িতে তুলে নেওয়া হয়নি। এই বিষয় নিয়ে মঙ্গলবার সকালে স্বামী আরিফের সাথে তাসমিনের বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। স্বামীর ওপর অভিমান করেই তিনি এই চরম পথ বেছে নেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট