চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ইটভাটায় অভিযান, সাতকানিয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ইটভাটায় অভিযান, সাতকানিয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটায় অভিযান চালিয়ে চার ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় মেসার্স নুর হোসেন ফোরক কোং ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের মালিককে ১ লাখ টাকা, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও মেসার্স সেভেন স্টার ব্রিকস ম্যানুফ্যাকচারিং (ইউনিট-২)কে  ৫০ হাজার টাকা করে এবং মেসার্স পায়েল ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট