চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভার আজম রোড ও ঝংকার মোড়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রয় করায় এম এস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং ফাতেমা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট