চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৬ | ৫:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে তামিম হাসান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তামিম হাসান ওই এলাকার রেজাউল করিমের ছেলে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আকতারিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আধুনগর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানিয়েছে, প্রতিদিনের দুই শিশু বাড়ির পাশের পুকুরে পাড়ে খেলছিল। হঠাৎ দুই শিশুই পানিতে পড়ে যায়। এলাকার লোকেরা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক শিশুকে মৃত ঘোষণা করে আরেক শিশু প্রথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, পুকুরে পানিতে ডুবে একটা শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে।

 

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ বলেন, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট