চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

জানাজায় যাচ্ছিল তিন ভাই, বাইক থেকে পড়ে প্রাণ হারালেন বড় ভাই

লোহাগাড়া সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৬ | ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার পদুয়া সিকদারদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের পুত্র।

নিহতের ভাই মুবিনুল করিম বলেন, সকালে এক স্বজনের জানাজায় অংশ নেওয়ার জন্য বান্দরবান থেকে মোটরসাইকেলে চকরিয়া যাচ্ছিলাম তিন ভাই। হঠাৎ মোটরসাইকেলের পেছনে থাকা আমার বড় ভাই রাস্তায় পড়ে যায়। মোটরসাইকেল থামিয়ে দেখি আমার ভাই ঘটনাস্থলে মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/মিনহাজ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট