
চট্টগ্রাম রাউজানের পূর্ব গুজরায় জানে আলম সিকদার নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়েছে দূর্বৃত্তরা। গুরতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় এশার নামায শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহীরা তাকে গুলি করে।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।
নিহত জানে আলম সিকদার পূর্ব গুজরার হামজু মিয়ার ছেলে।
পূর্বকোণ/আরআর/পারভেজ