চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

কর্ণফুলীতে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

৫ জানুয়ারি, ২০২৬ | ৯:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে একটি গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চরফরিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্ণফুলীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশ দামে গ্যাস বিক্রির অভিযোগ পেয়ে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও একই দিনে ফকিন্নিরহাট, কলেজ বাজার, সৈন্নারটেক ও মইজ্জ্যারটেক এলাকায় গ্যাস বিক্রয় কেন্দ্রসমূহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্ণফুলী উপজেলার সকল গ্যাস বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

আল আমিন হোসেন বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযান চলাকালে কর্ণফুলী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক  সহযোগিতা করেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট