
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী একটি সভা চালানোর সময় এ জরিমানা করা হয়।
দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ