
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৩ জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকার একটি ভুট্টা ক্ষেত ও পানের বরজ থেকে তাদের উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আরও কিছু জিম্মিকে প্রাণনাশের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী গহিন পাহাড়ে পালিয়ে যায়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অপরাধ চক্রটি গ্রেপ্তারে বিজিবির অভিযান এখনও চলমান রয়েছে। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত ব্যক্তিরা জানান, উন্নত ভবিষ্যৎ ও ভালো বেতনের প্রলোভন দেখিয়ে চক্রটি তাদের সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
পূর্বকোণ/পারভেজ