
চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় বিক্রির সময় ৩টি এস্কেভেটর বিকল করে দিয়েছে সেনাবাহিনী।
রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের নয়াখাল সংলগ্ন এলাকায় সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কৃষিজমি থেকে রাতের আঁধারে টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩টি এস্কেভেটর রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা এক্সক্যাভেটরগুলো বিকল করে দেন।
নলুয়া ইউনিয়নের এক কৃষক বলেন, কৃষকের পাশাপাশি কৃষিজমির টপসয়েল রক্ষা করা যাদের দায়িত্ব তাদের কোন খোঁজ খবর নেই। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী টপসয়েল রক্ষার্থে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের প্রতিটি সেক্টর এভাবে এগিয়ে আসলে টপসয়েল কাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টপসয়েল কাটার দায়ে ৩টি এস্কেভেটর আটক করা হয়।
পূর্বকোণ/পিআর