চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রামুর গহীন পাহাড়ে অস্ত্রের ‘মিনি কারখানা’, বিপুল সরঞ্জামসহ গুলি উদ্ধার

রামুর গহীন পাহাড়ে অস্ত্রের ‘মিনি কারখানা’, বিপুল সরঞ্জামসহ গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

৫ জানুয়ারি, ২০২৬ | ২:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের একটি গহীন পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।

 

জেলা পুলিশ জানায়, রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ‘আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া’ নামক একটি দুর্গম ও গহীন পাহাড়ি এলাকায় কিছু অসাধু ব্যক্তি গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল আজ ভোর সাড়ে ৬টার দিকে ওই আস্তানাটি ঘিরে ফেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ৩-৪ জন অস্ত্র কারিগর ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

অভিযান শেষে সকাল সাড়ে ৮টার দিকে আস্তানাটি তল্লাশি করে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

 

উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে: ২টি তাজা রাইফেলের গুলি ও ৪টি শটগানের খালি খোসা, বন্দুকের ২টি বাট, ৩টি ট্রিগার বক্স এবং ৬টি লম্বা পাইপ (নল হিসেবে ব্যবহৃত), অস্ত্র তৈরির জন্য বিশেষায়িত ১টি হাওয়ার মেশিন ও ১টি শান দেওয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, বাটাল, করাত ব্লেড এবং ৭টি ছোট-বড় রেতসহ অসংখ্য যন্ত্রাংশ।

 

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গহীন পাহাড়ের নির্জনতাকে কাজে লাগিয়ে চক্রটি অপরাধীদের জন্য দেশীয় অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছিল। এই ঘটনায় রামু থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট