
কক্সবাজরের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৩ জানুয়ারি) ভোররাতে সাবরাং আশিকানিয়া এলাকায় ডাকাতের গোদা ও তৎসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাবরাং সীমান্ত দিয়ে মায়ানমারের মংড়ু থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে আসছে এমন তথ্যের ভিত্তিতে ডাকাতের গোদা ও তৎসংলগ্ন নাফ নদীতে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গ্রেপ্তার এড়াতে দ্রুত মায়ানমারের দিকে চলে যায়। পরবর্তীতে ভাসমান চারটি পলিব্যাগে বিশেষ কায়দায় মোড়ানো ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে।
পূর্বকোণ/পারভেজ