চট্টগ্রাম সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

রাউজান ও রাঙ্গুনিয়ায় নাশকতামূলক অগ্নিসংযোগের প্রধান আসামি গ্রেপ্তার

রাউজান ও রাঙ্গুনিয়ায় নাশকতামূলক অগ্নিসংযোগের প্রধান আসামি গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

৩ জানুয়ারি, ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় বসতঘরে নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রধান আসামি মো.মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে রাঙ্গামাটির কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে রাউজান ও রাঙ্গুনিয়ায় বিভিন্ন বসতঘরে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল, যেখানে সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী উসকানিমূলক ব্যানার উদ্ধার করা হয়। মনিরের ঘর তল্লাশি করে ঘটনাস্থল থেকে প্রাপ্ত ব্যানারের সদৃশ ‘ANCOR’ ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যক্তিগত শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা করেছিলেন মনির।

গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে রাউজান ও লংগদু থানায় চুরি ও মাদকসহ মোট চারটি মামলা রয়েছে এবং একটি মামলায় তিনি ছয় মাসের কারাদণ্ডও ভোগ করেছেন।

পুলিশ তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করেছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট