চট্টগ্রাম সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

রাউজানে স্কুলের বাউন্ডারি ওয়াল ভাঙচুর, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

রাউজানে স্কুলের বাউন্ডারি ওয়াল ভাঙচুর, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

রাউজান সংবাদদাতা

৩ জানুয়ারি, ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ

চট্টগ্রামে রাউজানের ৭ নং ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজে বাউন্ডারি ওয়াল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. হাবিবুর রহমান রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৩ জানুয়ারি)  সকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা বিদ্যালয়ের প্রাচীর ভেঙে ফেলে, যাতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গেট ও দেয়াল নির্মাণের জন্য সরকারি বরাদ্দ থাকলেও দীর্ঘ এক বছরেও কোনো ঠিকাদার কাজ শুরু করেনি। ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রধান শিক্ষক ও সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুদ্দীন বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট