
ফটিকছড়িতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে দীর্ঘ সময় পর একই মঞ্চে হাজির হলেন বিএনপির দুই প্রভাবশালী নেতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে এক মঞ্চে দেখা যায়।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় তাঁরা হাত তুলে ঐক্যের ডাক দেন।
মনোনয়ন নিয়ে বিরোধের জেরে এই দুই নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছিল। এমনকি সরোয়ার আলমগীরের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাহারের সমর্থকরা মশাল মিছিলও করেছিলেন।
বর্তমান পরিস্থিতিতে আজিম উল্লাহ বাহার জানান, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকলেও ধানের শীষের প্রতীকের প্রশ্নে কোনো আপস নেই এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাঁরা ধানের শীষকে জয়ী করে তারেক রহমানকে উপহার দেবেন।
অন্যদিকে সরোয়ার আলমগীর দাবি করেন, বিএনপিতে কোনো বিভেদ নেই এবং এই ঐক্য দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দলের “ঘুম হারাম” হয়ে যাবে। এই সমঝোতার ফলে ফটিকছড়ি বিএনপির সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পূর্বকোণ/পারভেজ