
চট্টগ্রামের রাউজানে কলমপতি খাল দখল ও পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করার দায়ে মো. সাহাবু (৬০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা এই দণ্ড দেন।
অংচিং মারমা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে খাল থেকে মাটি কাটা, খাল ব্লক করে অবকাঠামো নির্মাণ করার দায়ে সাহাবু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাহাবুকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ