চট্টগ্রাম শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

রাউজানে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

রাউজানে হাসপাতাল থেকে চা আনতে বের হয়ে প্রাণ হারাল নারী

রাউজান সংবাদদাতা

৩ জানুয়ারি, ২০২৬ | ৩:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ছেনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

 

নিহত ছেনোয়ারা বেগম রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া এলাকার কুন্ডাল পাড়ার আমির বাপের বাড়ির জালাল আহমদ সিকদারের স্ত্রী।

 

শনিবার (৩ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতের নিকটাত্মীয় আনু মিয়া জানান, ছেনোয়ারা বেগম তার মেয়ে সুমাইয়ার ডেলিভারিজনিত কারণে রাউজান নোয়াপাড়া পথেরহাট এলাকার পাইওনিয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অবস্থান করছিলেন। গত শনিবার তার নাতনি আইরা জন্মগ্রহণ করেন।

 

আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে চা আনার জন্য তিনি হাসপাতাল থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পার হয়ে একটি হোটেলে যান। সেখান থেকে চা নিয়ে হাসপাতালে ফেরার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি লুটিয়ে পড়েন।

 

তাকে প্রথমে পাইওনিয়ার হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট