চট্টগ্রাম শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে একাধিক মামলার আসামি বাচ্চু গ্রেপ্তার: স্বস্তিতে এলাকাবাসী

মহেশখালীতে একাধিক মামলার আসামি বাচ্চু গ্রেপ্তার: স্বস্তিতে এলাকাবাসী

মহেশখালী সংবাদদাতা

২ জানুয়ারি, ২০২৬ | ১১:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে যুবদল কর্মী তোফায়েল হত্যাসহ ১২টি মামলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাচ্চু কালারমারছড়ার মৃত সোলাইমানের ছেলে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিহতের পরিবার জানায়, চাঁদা না পেয়ে তোফায়েলকে মৎস্য প্রকল্প থেকে তুলে নিয়ে পাহাড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে যৌথ বাহিনীর একাধিক অভিযান এড়িয়ে গেলেও এবার শেষ রক্ষা হয়নি বাচ্চু। গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে এসেছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট