চট্টগ্রাম শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সেন্টমার্টিনে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জেলে উদ্ধার

সেন্টমার্টিনে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জেলে উদ্ধার

টেকনাফ সংবাদদাতা   

২ জানুয়ারি, ২০২৬ | ১১:২২ অপরাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিনে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জন জেলেকে উদ্ধার করেছে সেন্টমার্টিন দ্বীপ কোস্ট গার্ড।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ইনানী বিচ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান’ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাত দল বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি লুট করে ১০ জন জেলেসহ বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য একটি ফিশিং বোটের মাধ্যমে সাহায্যের আবেদন করলে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতের কবলে পড়া ১০ জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদানের পর বোট মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট