চট্টগ্রাম শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬

ফটিকছড়িতে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ৪

ফটিকছড়িতে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ৪

ফটিকছড়ি সংবাদদাতা

৩ জানুয়ারি, ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় সর্বশেষ রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

 

সূত্রে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, যাচাই-বাছাই ও কাগজপত্র সংশোধনের সময় শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন, জনতার দলের প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. ওসমান আলী।

এদিকে, চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব এবং গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান।

বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট