চট্টগ্রাম শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬

মহেশখালীতে যানজট নিরসনে অভিযান, জরিমানা

মহেশখালীতে যানজট নিরসনে অভিযান, জরিমানা

মহেশখালী সংবাদদাতা

২ জানুয়ারি, ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারে রাস্তার জায়গা দখল করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। এ সময় ৫টি দোকান ও ৩টি মোটর সাইকেল মালিককে সর্বমোট ১৯ হাজার ৪ শ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গোরকঘাটা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, যে সকল দোকান মালিক অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট