
চট্টগ্রামের আনোয়ারায় ভাতিজি ও কন্যাকে নিয়ে বেড়াতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের এক গৃহবধূ। এ সময় ছিনতাইকারীরা গৃহবধূ স্বর্ণালংকার নিয়ে যায়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনোয়ারা পুলিশ সার্কেলে এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশাসহ চালক মো. সরওয়ার হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। তবে তার সহযোগী পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আটক চালক সরওয়ার হোসেন চন্দনাইশ উপজেলার ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর এলাকার জফর মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফয়জুন্নেসা তার ভাতিজি নুসরাত জাহান মিম (৭) এবং কন্যা নুরে জান্নাত ইভা (১০)-কে নিয়ে কর্ণফুলী উপজেলার দৌলতপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন।কিছুদূর গিয়ে চালক ও তার সহযোগী কৌশলে ভয়ভীতি দেখিয়ে ফয়জুন্নেসার সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তারা ভুক্তভোগীর মোবাইল ফোনটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলে। এমন সময় আনোয়ারা থানার এক পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত কাজে বাড়ি ফেরার পথে বিষয়টি লক্ষ্য করেন। তার তাৎক্ষণিক হস্তক্ষেপে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ সার্কেল অফিসের সামনে থেকে চালকসহ অটোরিকশাটি আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকের সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী ফয়জুন্নেসা বলেন, আমি ভাতিজি ও মেয়েকে নিয়ে ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। হঠাৎ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় শিশুরা ভয়ে চিৎকার করছিল। আমরা এখনো আতঙ্কে আছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/এএইচসি/এএইচ