
চট্টগ্রামে ‘মিরসরাই ক্যাফে’ নামক একটি রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাইয়ের পৌর সদরে অভিযান চালিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এই জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করায় মিরসরাই ক্যাফেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ