
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২টায় ঢাকায় অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়াঃ উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, মোগলেরহাট দীঘির পাড়স্থ তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া মাদরাসার মাঠ ও পোমরা শান্তিরহাট ঈদগাহ মাঠে বিকেলে মাওলানা ওবায়দুল আজাদীর ইমামতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ-সংগঠন ও সাধারণ জনগণের উপস্থিতিতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সাতকানিয়াঃ বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় সাতকানিয়া মডেল মসজিদের খতিব মো. মিজানুর রহমানের ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
রাউজানঃ হাজরো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে রাউজান কলেজ জামে মসজিদ মাঠে আজ বিকেলে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠত হয়।
মিরসরাইঃ দুপুরে উপজেলার মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মলিয়াইশ স্কুল মাঠে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুর রহমান।
আজ বিকাল ২টায় ঢাকা মানিক মিয়া এভিনিওতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয়ভাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীতে সবাই উপস্থিত হতে না পারায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত গায়েবানা জানাজায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পূর্বকোণ/পারভেজ