চট্টগ্রাম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে মন্দিরের দানবাক্সের টাকা চুরি

বোয়ালখালীতে মন্দিরের দানবাক্সের টাকা চুরি

বোয়ালখালী সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৫ | ৪:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদগ্রাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের গেটের তালা ভেঙে নিয়ে গেছে দানবাক্সের টাকা। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মন্দিরে লোকজন পূজা দিতে গেলে এ ঘটনা জানতে পারেন।

 

উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতল এলাকার এমন্দিরের দানবাক্সটি একটি জমিতে পাওয়া গেছে। এতে কিছু পয়সাও রেখে গেছে।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কিশোর ভঞ্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে মন্দিরের গেটের তালা ভেঙে দানবাক্স নিয়ে গেছে। দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা হয়েছে বলে ধারণা করছি।

 

তিনি আরও জানান, দানবাক্সটি বছরে একবার খোলা হতো। গতবছরের মাঘ মাসে উৎসবের সময় সর্বশেষ খোলা হয়েছিল। তখন ৩০ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। এ বিষয়ে খবরাখবর নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট