
খাগড়াছড়িতে অস্ত্র কিনতে গিয়ে রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আইয়ুব চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের মৃত ইছহাকের ছেলে।
জানা যায়, অবৈধ অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়িতে যান আইয়ুব। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ বীর জোনের টহল দল আইয়ুবকে অস্ত্রসহ আটক করেন। পরে রাত ৯টায় সদর থানায় হস্তান্তর করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সিএমপি পুলিশ চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে। ২০২৪ সালের সেপ্টেম্বর রাঙ্গুনিয়া থানায় দায়েরকৃত নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে তাকে জেল হাজতে পাঠানো হয়েছিল। জামিনে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে একাধিক মামলার আসামি।
পূর্বকোণ/পিআর