চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ আটক ৩

চন্দনাইশে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ আটক ৩

চন্দনাাইশ সংবাদদাতা

৩০ ডিসেম্বর, ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত শাজেদা বেগম ( ৫৫) নামের এক নারীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার খাগরিয়া ৪ নং ওয়ার্ড নুর মার্কেট এলাকায় সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অপরদিকে একই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. নুর মোহাম্মদ (৪০) ও মো. ওসমান (৩৮) নামের দুই মাদক কারবারিকে আটক করে একই অভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৫ শ ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শাজেদা বেগম সাতকানিয়া উপজেলার খাগরিয়া আব্বাস পাড়া এলাকার মো. রফিকের স্ত্রী ও মো. নুর মোহাম্মদ একই এলাকার মৃত হাড়ি মিয়ার ছেলে এবং মো. ওসমান কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এফডিএমএন ক্যাম্প ২, ব্লক বি এর মববুল আহমদের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃতদের চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট