
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে দাখিলের শেষ দিনে আজ সোমবার (২৯ ডিসেম্বর) ৬ স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমাদানের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটানীং কমকতা মো. আনোয়ার সাদাত।
এরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া, জামাতের এডভোকেট ইয়াকুব আলী, ইসলামী আন্দোলনের মাওলানা কাউসার, গণ অধিকারের দীনময় রোয়াজা, জাতীয় পার্টির মিথিলা রোওয়াজা, ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশ মো. নুর ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আনোয়ার হোসেন সিদ্দিকী, মুসলিম লীগের মো. মোস্তফা, বাংলাদেশ জনতা পার্টির উশোপ্রো মারমা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
স্বতন্ত্র প্রার্থিরা হলেন, উপজাতীয় শরনাথী বিষয়ক নেতা সন্তোষিত চাকমা বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমা, সাবেক স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যান সমীরণ দেওয়ান, সাবেক উপজেলার চেয়ারম্যান ধর্ম জোতি চাকমা, লাবৃী চাই মারমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা।
পূর্বকোণ/পারভেজ