চট্টগ্রাম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)

বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

চকরিয়া সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:৩৬ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ সোমবার বিকেলে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন দাখিল করেছেন ৫ প্রার্থী।

 

এরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী  সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সরওয়ার আলম কুতুবী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহসম্পাদক আবদুল কাদের প্রাইম ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম।

 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে চকরিয়ায় তিনজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জমা দিয়েছেন দুইজন প্রার্থী। এনিয়ে কক্সবাজার-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৫ জন প্রার্থী।

 

কক্সবাজার-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৭ জন প্রার্থী। মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫জন প্রার্থী।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট