চট্টগ্রাম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে ৩৯ তম সম্প্রযুগ মেধাবৃত্তি পেয়েছে ২৮ জন

ফটিকছড়িতে ৩৯ তম সম্প্রযুগ মেধাবৃত্তি পেয়েছে ২৮ জন

অনলাইন ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৫ | ৭:৪২ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন সম্প্রযুগ পাঠাগারের ৩৯ তম সম্প্রযুগ মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় ৩১৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। একই দিনে রাত ১০ টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে ট্যালেন্টপুলে ১০ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম, সাবেক সভাপতি আইয়ুব চৌধুরী, মোহাম্মদ শহিদুল ইসলাম সাহাদাত, রাশেদ সরওয়ার চৌধুরী, শহিদুল আলম সাহেদ, বদরুদ্দোজা বশির, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম (বাদশা), ডা. মোহাম্মদ দিদারুল আলম, রায়হান মাহামুদ শিমুল, সাধারণ সম্পাদক এনামুল হক মিন্টু, রাশেদুল আলম বাবু, বাবর উদ্দীন, রেজাউল করিম, নজরুল ইসলাম, আরিফ উদ্দীন, সাগর বড়ুয়া, মৌ. দিদার, জামাল উদ্দিন, রুমান উদ্দিন, রীক্ষা নিয়ন্ত্রক মোহম্মদ আলী, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এবং ছাত্র/ ছাত্রীদের অভিবাবকবৃন্দ।  

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট