চট্টগ্রাম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে বিয়ের চার মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু , স্বামী আটক

বিয়ের চার মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ফটিকছড়ি সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২৫ | ১১:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের চার মাসের মাথায় মোনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির উদ্দিনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিয়া চা বাগানের কচুটিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে নাসিরের সঙ্গে মোনার বিয়ে হয়। রবিবার সকালে গৃহবধূকে অসুস্থ দাবি করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মরদেহের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

ভূজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, বিয়ের পর তাদের মধ্যে কোনো বিরোধের কথা শুনিনি। সকালে তাকে হাসপাতালে নেওয়ার কথা শুনেছিলাম।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট