
কক্সবাজারের মহেশখালীতে ডাকাত দলের গুলিতে মাহবুব আলম (৫৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাহবুব উপজেলার কালারমারছড়া বাজারের পাশে নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
শনিবার দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহবুবের ছেলে ছৈয়দ মোহাম্মদ তারেক বলেন, ডাকাত আমাদের বাড়িতে হানা দেয়। দরজা না খোলায় তারা ঘরের জানালা ভেঙে আমার বাবাকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা গুলি ছুড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসাইন ছিদ্দিকী বলেন, কালারমারছড়ায় পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। প্রতিদিন ডাকাতি, মানুষের ওপর হামলা, নির্যাতন চলছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পারভেজ