চট্টগ্রাম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সালাউদ্দিন আহমদের মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৩

সালাউদ্দিন আহমদের মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৩

পেকুয়া সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২৫ | ৯:০১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার সময় সহযোগী সংগঠন তাঁতীদলের ৩ নেতা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

আহত আব্দু রহিম ও আইয়ুব পেকুয়া পশ্চিম জোন তাঁতীদলের যুগ্ম আহবায়ক, আরেকজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এর মধ্যে আইয়ুবকে গুরতর অবস্থায় চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্ব মেহেরনামার সালাহউদ্দিন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন বলেন, সালাহউদ্দিন আহমেদ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। জমা দেওয়া শেষ হলে সালাহউদ্দিন আহমেদ পেকুয়ার নিজ গ্রামে যাওয়ার সময় গাড়ির বহরে থাকা মোটরসাইকেল একটার সাথে আরেকটা ধাক্কা লাগে। এ সময় তিনজন বাইক থেকে পড়ে আহত হয়। এর মধ্যে আইয়ুবের অবস্থা আশঙ্কাজনক। 

 

পূর্বকোণ/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট