চট্টগ্রাম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম-৮ আসনে সিপিবি প্রার্থী সাইফুর মনোনয়নপত্র জমা

চট্টগ্রাম-৮ আসনে সিপিবি প্রার্থী সাইফুর মনোনয়নপত্র জমা

বোয়ালখালী সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২৫ | ৫:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ আংশিক) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী কমরেড সেহাব উদ্দীন সাইফু কাস্তে প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো. জিয়া উদ্দিনের হাতে এ মনোনয়ন পত্র দাখিল করেন।

 

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক কানাই লাল দাশ, ডা.অসীম কুমার চৌধুরী, অধ্যাপক অশোক সাহা, এডভোকেট অসীম ও সনদ বড়ুয়া।

 

কাস্তে প্রতীকের প্রার্থী সেহাব উদ্দীন সাইফু বলেন, লুটপাট শোষণের বিরুদ্ধে ৭১ এর চেতনায় ও ২৪ এর গণঅভ্যুত্থানকে লালন করতে এ নির্বাচনে অংশ নিচ্ছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট