চট্টগ্রাম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২৫ | ৪:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের চার মাসের ব্যবধানে মাহানু আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহানু আক্তার ওই এলাকার মু. নাসিরের স্ত্রী।

 

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কছুটিলা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

স্বজনদের দাবি, মাহানুর গলায় ফাঁসের দাগ ছিল এবং নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। পরে তাকে দ্রুত ভূজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের মা হোসনেয়ারা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন করে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার চাই।’

 

এদিকে নিহতের চাচা নাসিম ও চাচাতো ভাই ইউছুফ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ‘মৃত্যুর ঘটনাটি যেহেতু শ্বশুরবাড়িতে ঘটেছে, তাই বিষয়টি সন্দেহজনক। মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট