চট্টগ্রাম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে ইঞ্জিন বোট বিকল, ৬ যাত্রী উদ্ধার 

বাঁশখালীতে ইঞ্জিন বোট বিকল, ৬ যাত্রী উদ্ধার 

বাঁশখালী সংবাদদাতা 

২৭ ডিসেম্বর, ২০২৫ | ৪:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামার ইউনিয়নের খাটখালী মুখে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

তিনি বলেন, গতকাল শুক্রবার সকাল ১১টায় পতেঙ্গা হতে একটি যাত্রীবাহী বোট বেঙ্গল শিপিং লাইন কোম্পানির ৫ জন ওয়াচম্যানকে নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে বিকাল ৪টায় খাটখালী মোহনায় সমুদ্র এলাকায় ভাসতে থাকে। বোটে থাকা একজন যাত্রী জরুরি সেবা নম্বর ৯৯৯-ফোন করে সহায়তা চায়। 

 

তিনি আরও বলেন, কোস্ট গার্ড কন্টিনজেন্ট উদ্ধার অভিযান পরিচালনা করে ইঞ্জিন বিকল হওয়া লাইফ বোটসহ বেঙ্গল শিপিং লাইন লিমিটেড কোম্পানির ৫ জন ওয়াচম্যান ও ১ জন মাঝিকে উদ্ধার করেন। উদ্ধার করা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট