
ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি ইসিতে পৌঁছান। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। ইসিতে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করবেন।
আর নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে তালিকাভুক্ত করার এখতিয়ার রাখে। ফলে তারেক রহমানের ভোটার নিবন্ধনে কোনো আইনি জটিলতা দেখছে না কমিশন। সাধারণ নাগরিকরা যেভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হন, তারেক রহমানের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও ছবি-আঙুলের ছাপ গ্রহণসহ সব আনুষ্ঠানিকতা প্রচলিত নিয়মেই সম্পন্ন হবে।
এসময় তার সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের দেখা গেছে।
পূর্বকোণ/পিআর