
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের কাছ থেকে চূড়ান্ত মনোনয়নপত্র ও অঙ্গীকারনামা গ্রহণ করেন তিনি।
এদিকে ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার খবর চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ করা যায়।
গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশ গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের পাশাপাশি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয় সহ-সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পূর্বকোণ/ইবনুর