
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ভ্রমণের সময়ে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার কিছু আগে রাঙামাটি-বরকল সুবলং নৌ-চ্যানেলের শীলছড়িমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, সুবলং বাজার এলাকা থেকে ফেরার সময় কাঠের বোটটি শীলছড়িমুখ এলাকায় এসে কাপ্তাই হ্রদে ডুবে যায়। এ সময় আশপাশের নৌকা থেকে মানুষ এসে তাদের উদ্ধার করে। নৌকাটিতে প্রায় নারী ও শিশুসহ ২০ থেকে ২২ জন ছিল। দ্রুত উদ্ধার করায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় পর্যটকরা নৌকার ছাদেই অবস্থান করছিলেন এবং কারও কাছে লাইফ জ্যাকেট ছিল না।
চট্টগ্রাম পতেঙ্গার এনপি গ্যাস কোম্পানির সিবিএর সভাপতি মনির হোসেন জানান, এটি কোম্পানির সদস্যদের পরিবারদের নিয়ে রাঙামাটি ভ্রমণে আসা। তবে গতকাল কিছু সদস্য ও তার পরিবার মিলে কাপ্তাই হ্রদে বেড়াতে যান। তখন তাদের নৌকাটি ছোট ছিল এবং সবাই ছাদে বসে ছিল। তখন পাশ থেকে বড় একটি নৌকার ঢেউয়ে এটি উল্টে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, নৌকাটির তুলনায় যাত্রী বেশি ছিল এবং সবাই ছাদে বসে ছিল। লাইফ জ্যাকেট থাকলেও পর্যাপ্ত ছিল না এবং যা ছিল তাও পর্যটকরা পরিধান করেনি বলে শুনেছি। বিভিন্ন ঘাট থেকে পর্যটকদের ওঠানামা করে এবং আমাদের লোকবলের সংকটের কারণে আমরাও সেইভাবে বিষয়টি দেখার সুযোগও পাইনি। তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ঘাট কমিয়ে আনা যায় কি না।
পূর্বকোণ/এএইচ