চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ সিএনজি ফেলে পালালো পাচারকারী

দেড় কোটি টাকার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

টেকনাফ সংবাদদাতা  

২৫ ডিসেম্বর, ২০২৫ | ১১:৫৮ অপরাহ্ণ

কক্সবাজরের টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ একটি সিএনজি (অটোরিক্সা) জব্দ করেছে বিজিবি।

বৃহস্পিতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে হ্নীলা ইউনিয়নের মুচনী এলাকা থেকে ইয়াবাসহ অটোরিকশাটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক আশিকুর রহমান জানান, টেকনাফগামী সন্দেহজনক একটি সিএনজি সিগন্যাল অমান্য করে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ মাদকদ এবং সিএনজি আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট