চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামে আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

২৫ ডিসেম্বর, ২০২৫ | ৯:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।চট্টগ্রামের মিরসরাইয়ে মিছিল শেষে আবুল বশর (৫৫) নামে এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আবুল বশর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক গ্রামের জালাল আহমেদ বাড়ির বাসিন্দা৷

ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পরে আমাদের নেতা তারেক রহমান আগমন উপলক্ষে সবাই মিলে আনন্দ মিছিল বের করি৷ মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে পৌঁছালে বশর ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই স্ট্রোক করেন৷ পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ এমন মৃত্যু আমাদের জন্য খুবই দুঃখজনক৷

আবুল বশরের আকস্মিক মৃত্যুতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন