চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

ইতালিতে বারী মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

মিরসরাই সংবাদদাতা

২৫ ডিসেম্বর, ২০২৫ | ৮:৪৭ অপরাহ্ণ

ইতালির বারীতে বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন, মিলনমেলা ও প্রীতিভোজ সম্পন্ন হয়েছে৷

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ইতালির ভিয়া নিকোলাইয়ে শহরে এই আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় ও মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বারী এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আব্দুল কাদের।

মিলনমেলায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আবদুল সুমন, গাজী মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক চন্দন কুমার দে (জয়), সাংগঠনিক সম্পাদক রিপন আহাম্মদ, অর্থ সম্পাদক জামশেদ আলম (মামুন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান (মিঠু), অফিস সম্পাদক মোশাররফ হোসেন নিপুন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম (লাভলু), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নয়ন, ধর্মীয় সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা সম্পাদিকা সাদিয়া আফরিন।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বলেন, সংগঠনটি প্রবাসী সমাজের সেবামূলক কার্যক্রম, দুঃসময়ে ত্রাণ বিতরণ এবং অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর  পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। 

ক্রীড়া সম্পাদক কামরুল হাসান মিঠু বলেন, এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে খেলাধুলো, মিলনমেলা আমাদের  সবাইকে পরস্পরের প্রতি অনেক বেশি আন্তরিক করে তুলেছে।

উল্লেখ্য, ইতালির বারী শহরে বসবাসরত মিরসরাই প্রবাসীদের উদ্যোগে ২০১৮ সালে মিরসরাই এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

পূর্বকোণ/কায়ছার 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট